ডিবি পরিচয়ে ঢাবি শিক্ষার্থী অপহরণ

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 07:33:22

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কলাভবনের পশ্চিম পাশের শ্যাডো থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন তার সহপাঠীরা।

অপহৃত সাজ্জাদ হোসেন বিশ্বদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

সাজ্জাদের সহপাঠীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা সন্ধ্যা ৭টার দিকে সাজ্জাদ জুনিয়রদের সঙ্গে শ্যাডোতে আড্ডা দিচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাসে কয়েকজন লোক এসে নিজেদের ডিবি পরিচয় দিয়ে সাজ্জাদের পরিচয় জানতে চায়। পরিচয় দিলে কয়েকজন জুনিয়রসহ সাজ্জাদকে তারা মাইক্রোবাসে তোলে নেয়। পরে কিছু দূর গিয়ে জুনিয়রদে ছেড়ে দিলেও সাজ্জাদকে নিয়ে যায়।

এ বিষয়ে সাজ্জাদের সহপাঠীরা আইন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক নাইমা হককে অবহিত করেন। নাইমা হক সহপাঠীদেরকে সাজ্জাদের পরিচয়সহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীর কাছে পাঠান।

বুধবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সাজ্জাদের সহপাঠীরা প্রক্টর অফিসে সাজ্জাদের পরিচয়পত্র জমা দেন।

পরে প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, 'সাজ্জাদের বিষয়ে কয়েকবার ডিবির সঙ্গে কথা হয়েছে । তারা খোঁজ নিচ্ছেন।'

এ বিষয়ে জানতে চাইলে ডিবির উপ-কমিশনার মাসুদ বলেন, 'এ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই।'

তবে এখনো পর্যন্ত সাজ্জাদকে তুলে নেওয়া আসল কারণ কারণ জানা যায়নি।

এ সম্পর্কিত আরও খবর