চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রাজনীতি বিজ্ঞান বিভাগে ‘বঙ্গোপসাগরের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব’ শীর্ষক এক সেমিনার রোববার (৫ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়। সেমিনারে এমফিল গবেষক নুসরাত জাহান ডায়না তার গবেষণাকর্মের আলোকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
প্রফেসর ড. মাহফুজ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন প্রফেসর ভূঁইয়া মো. মনোয়ার কবির, গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর ড. আনোয়ারা বেগম, প্রফেসর এনায়েতউল্ল্যাহ পাটোয়ারী, প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, ড. জহিরুল কাইয়ূম, এজিএম নিয়াজউদ্দিন, আক্কাস আহমদ, মোহাম্মদ ইসহাক, উম্মে হাবিবা প্রমুখ।
বক্তারা বাংলাদেশের জাতীয় স্বার্থের আলোকে বঙ্গোপসাগরের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বকে যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে বলেন, মৎস্য সম্পদ, পর্যটন, বিশ্ব বাণিজ্য, নিরাপত্তাসহ নানাবিক কারণে দক্ষিণের সমুদ্র সম্ভাবনার বিশাল সুযোগ উন্মোচিত করেছে। বাংলাদেশের চলমান উন্নয়ন-অগ্রযাত্রাকে বেগবান করতে সমুদ্রের বহুমাত্রিক সুযোগ ও সম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।