ক্যাম্পাসে শীতের ছোঁয়ায় ফিরছে পুরনো আমেজ

, ক্যাম্পাস

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 03:32:16

প্রকৃতি নিয়মের ব্যত্যয় ঘটে কদাচিৎ। প্রকৃতির একটি বিশেষ বৈশিষ্ট্য হল তার সূত্র। এক ঋতু থেকে আরেক ঋতুর আগমণ ঘটার আভাস আগে থেকেই পাওয়া যায়। প্রকৃতিতে শীতের আগমণ ঘটে একটু অন্য রকম ভাবেই। কাঠপাটা রোদ, প্রচণ্ড গরম, এক পশলা বৃষ্টি তার পরের দিন কুয়াশার চাদরে ঢেকে যাওয়া!  এটাই আমাদের দেশের শীতের আগমনী বার্তা।

ইট-বালুর দালানে ঘেরা শহরে কি শীতের আমেজ পাওয়া যায়!  এর জন্য ছুটে যেতে হয় সেখানে, যেখানে কুয়াশা তার চাদর দিয়ে আলিঙ্গন করে শীতকে বয়ে নিয়ে আসে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বছরের শীত ঋতুর আভাসটা মনে হয় সবার আগেই পেয়ে থাকে। সবুজে ঘেরা সারি সারি গাছগুলোই এর জন্য দায়ী! পাশে আছে সবুজে সমারোহে টিলাবেষ্টিত প্রকৃতির।


হেমন্তের স্নিগ্ধতা পার হয়ে ঘটে শীতের আগমন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শীতের আগমণ ঘটেছে মৌসুম শুরুর আগেই। এখানে সবুজ প্রকৃতির মাঝে নেমে এসেছে কুয়াশার শিশির। সারি সারি গাছের পাতায়, মাঠে ঘাসের ডগায় শিশির নেমেছে এক অনন্য সুর নিয়ে। সেই সুরে মিলিয়ে আগমণ ঘটতে চলেছে নির্জীব প্রকৃতির। আসছে পাতাঝড়া বিকালের স্নিগ্ধতা। এটা ক্যাম্পাসে খুব কাছ থেকে উপলব্ধি করা যায়। ক্যাম্পাসের সবুজ প্রকৃতিতে ঘটতে চলেছে ব্যাপক পরিবর্তন।

শাতের সময়ে শিক্ষার্থীদের মাঝে একসাথে আড্ডার দেওয়ার আসরটা নিতান্তই বেড়ে যায়। চলতে থাকে ভার্সিটির লোগো ও নাম সংবলিত হুডি বানানোর ধুম। গ্রুপে গ্রুপে চলতে থাকে শীতকালীন ট্যুর এর পরিকল্পনা।


দেশের উত্তরাঞ্চলের পর উত্তর-পূর্বাঞ্চলের সিলেটে শীতের প্রকোপটা একটু বেশেই হয়। তাই এখানের টিলাগুলোতে কুয়াশা নামক মেঘের বিস্তর আনাগোনা। 

শীতকালের আড্ডাটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে অন্যরকম আমেজ এনে দেয়।   কোভিড-১৯ এর আগে বিশ্ববিদ্যালয়ের টংগুলো থাকতো সরগরম।  হতো আলোচান সমালোচনা।  কখনো স্বদেশ কিংবা স্বদেশের বাহিরে। কিন্তু এই শীতে এই দৃশ্য কদাচিৎ হয়ে পড়েছে। টং নেই, আলোচনা নেই, হচ্ছে না সৃজনশীলতার বিকাশ। তবে ধীরে ধীরে  টং দোকানগুলো খুলে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন। আবারও দেখা যাবে ক্যাম্পাসের টং এর পাশে দাঁড়িয়ে সেই শীতকালের চায়ের সাথে বিস্কুট এর মিশ্রণ, সাথে কথার ঝড়, হাসি-তামাশা-ঠাট্রা, সমালোচনার দিগন্তের দিকে ছুটে গিয়ে হঠাৎ থেমে  অন্য প্রসঙ্গে মোড় ঘুরা।

বিশ্ববিদ্যালয়ের গিফারী চত্বর, যাত্রীছাউনির পাশের টং এ বেড়েছে আড্ডা। গত কয়েকদিন ক্যাম্পাসে বিরাজ করছে খেলাধুলার পুরনো আমেজ। চলছে আন্ত:বিভাগ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। এর মধ্যে রয়েছে ক্রিকেট, ব্যডমিন্টন, ভলিবল, বিতর্ক প্রতিযোগিতা । কেন্দ্রীয় মিলনায়তনে মঞ্চায়িত হচ্ছে নাটক,  গান, কবিতা আবৃত্তি।  এছাড়া কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন অসহায়দের সাহায্যের জন্য শীতের বস্ত্র সংগ্রহ করছে। এর মধ্যে কিন, স্বপ্নোত্থান অন্যতম অবদান রাখছে।

এছাড়া ক্যাম্পাসে শীতের পিঠা খাওয়ার ধুম পড়েছে। পিঠাওয়ালা পিঠা তৈরির ব্যস্ততায় বেড়েছে আয়ও । যাচ্ছে সময়টার স্মৃতি রাখতে কেউ তুলছে সিঙ্গেল, গ্রুপিং, ডাবল সেলফি ও ছবি।  সবকিছু মিলিয়ে ক্যাম্পাসে ফিরছে পুরনো আমেজ।

এ সম্পর্কিত আরও খবর