কুয়েট শিক্ষকের মৃত্যু, ‘নিরপেক্ষ’ তদন্তের দাবি জবি শিক্ষক সমিতির

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 00:21:55

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মোঃ লুৎফর রহমান এর স্বাক্ষরকৃত যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।


বিবৃতিতে বলা হয়, গত ৩০ নভেম্বর ২০২১ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং লালন শাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যু ঘটে। তার এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে একটি অনাকাঙ্খিত ঘটনা রয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়। এ ধরনের অনাকাঙ্খিত ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করছি এবং উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি।

এছাড়াও বিবৃতিতে, মরহুম অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

এ সম্পর্কিত আরও খবর