জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেলেন কুবি’র ২ শিক্ষক

বিবিধ, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-31 12:20:59

নিজেদের গবেষণা প্রকল্পের জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষক। ২০২১-২০২২ অর্থ বছরে মন্ত্রণালয়টির ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাত থেকে তারা এই বিশেষ গবেষণা অনুদান পাবেন।

শনিবার (১৮ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা যায়। এ বছর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের প্রস্তাবিত ৬৩৮টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

কুবি’তে ফেলোশিপ পাওয়া শিক্ষকরা হলেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মাজেদ পাটওয়ারী এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুম বিল্লাহ। মনোনীত শিক্ষকগণ যৌথভাবে তাদের গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ২ লাখ টাকা পাবেন। তাদের গবেষনার বিষয় হলো ন্যানো থিন ফিল্মের মাধ্যমে নবায়নযোগ্য শক্তি সৃষ্টি।

১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে এই ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক প্রকল্পের গবেষণার জন্য বিশেষ গবেষণা অনুদান দেওয়ার কার্যক্রম শুরু হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/ গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরও খবর