বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে পিএইচডি ডিগ্রির জন্য মনোনিত হয়েছেন প্রখ্যাত অর্থনৈতিক বিশ্লেষক মো. মাজেদুল হক।
দক্ষিণ এশিয়া বিষয়ক অর্থনীতি নিয়ে কাজ করা মাজেদুল হক ভারতের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের অতিথি প্রভাষক হিসেবে বক্তৃতা দেন।
এছাড়া তিনি অভিবাসন বিষয়ক বাংলাদেশ সংসদীয় ককাসের সঙ্গে অর্থনীতিবিদ হিসেবে জড়িত। মাজেদুল হক সদস্য হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউএনএবি) সঙ্গেও যুক্ত।
মাজেদুল হক ‘ম্যাক্রো ইকোনমিক ইস্যুস: বাংলাদেশ প্রস্পেক্টিভ’ বইয়ের লেখক। তিনি সমসাময়িক অর্থনৈতিক ও বৈদেশিক বিষয়ের ওপর দেশের শীর্ষস্থানীয় ইংরেজি ভাষার সংবাদপত্রে নিবন্ধ, মতামত এবং বিশ্লেষণ লিখেন। তিনি বাংলাদেশ কলামিস্ট ফোরামের (বিসিএফ) সদস্য সচিব হিসেবে সম্মানজনক পদে অধিষ্ঠিত।
মাজেদুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর, এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করার পরই হক স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে দেশের প্রথম ইংরেজি ভাষার ব্যবসায়িক দৈনিক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসে সাংবাদিকতা শুরু করেন।