পিএইচডি ডিগ্রি অধ্যায়নকালে নিউজিল্যান্ডে মারা গেলেন জবি শিক্ষক

বিবিধ, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 15:30:28

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. বাবর মারা গেছেন। তিনি নিউজিল্যান্ডে পিএইচডি ডিগ্রিতে অধ্যায়নরত ছিলেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায় যে গত ৪ জানুয়ারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি নিজ কক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ সন্তান (৩ বছর) ও স্ত্রী, পিতামাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘আমি বাবরের বাসায় (ঢাকায়) এসেছি। খোঁজ খবর নিচ্ছি।’

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন, ‘তিনি নিউজিল্যান্ডে নিজের এপার্টমেন্টে মারা গেছেন। কিভাবে মারা গেছে তা বিস্তারিত জানি না। সকালে তার সুপারভাইজার ফোন দিয়ে তাকে খুঁজে পাইনি। তবে অনুমান করছি স্ট্রোক করে মারা যেতে পারে।’

এ সম্পর্কিত আরও খবর