বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রী ও তাঁর স্বামীকে মারধরের ঘটনায় বিএমপির বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুর রহমান।
এসময় তিনি জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ব্যাচের মানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীর স্বামী সোহাগ হাসান বাদী হয়ে মেম্বার লিটন, তার অনুসারী জয় এবং মাকুন মোল্লাসহ অজ্ঞাত পরিচয় দুই-তিনজনকে আসামি করে বন্দর থানায় মামলা করেছেন। পুলিশ আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রায়ই উত্যক্ত করেন বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার সাইদুল আলম লিটনের অনুসারী জাহিদ হোসেন জয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী তার স্বামীকে নিয়ে ঘুরতে গেলে জয়ের নেতৃত্বে কয়েক যুবক তাদেরকে লাঞ্ছিত ও মারধর করেন।
এঘটনা মুহূর্তের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করা হয়।
মারধরের প্রতিবাদে ইউপি সদস্য লিটন ও তার অনুসারী জয়ের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ববি শিক্ষার্থীদের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে শিক্ষার্থীরা।