ঢাবির ১৮ হলের ১৫০ গণরুম ছাত্রলীগের নিয়ন্ত্রণে

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 20:46:07

করোনা মহামারীর কারণে প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর গত বছরের ৫ অক্টোবর বন্ধ আবাসিক হলগুলো খোলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। শুরুতে ঢাবি কর্তৃপক্ষ গণরুম সংস্কৃতি বন্ধ করবে বলে আশ্বস্থ করে কিন্তু গত বুধবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির বিজয় একাত্তর হলে গণরুমে থাকা এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে। এ থেকে বোঝা যায়, আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো গণরুম-গেস্টরুম সংস্কৃতি ফিরে এসেছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়টির ১৮ টি হলের দেড় শতাধিক গণরুম ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নিয়ন্ত্রণে। রুমগুলোতে যেখানে আটজনের কম থাকতে পারে সেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংঘঠনের বেধে দেয়া নিয়মে মেঝেতে প্রায় ৩০-৩৫ জন শিক্ষার্থী’কে থাকতে হয়। যার বিনিময়ে গণরুমে থাকা শিক্ষার্থীদের সপ্তাহে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং রাতে হলের ছাত্ররাই গেস্টরুমের ‘গেস্ট’ বনে যায়, যেখানে কি’না শেখানো হয় নানান ধরনের ‘শিষ্টাচার’। শিষ্টাচার যে অত্যাচারে রূপ নেয় বিশ্ববিদ্যালয়টির বিজয় একাত্তরে হলের অপ্রীতিকর ঘটনাটি তা বলার অপেক্ষা রাখে না।

গণরুম সম্পর্কে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম বলেন, ছাত্রলীগ এ ধরনের কক্ষ চায় না। আমরা চাই শিক্ষার্থীরা যেন ভর্তির প্রথম বর্ষ থেকেই তার একটি বৈধ সীট পেয়ে যায়। গণরুম বাতিলের সিদ্ধান্তকে আমরা প্রশাসনকে স্বাগত জানাই।

এ দিকে ডাকসুর সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর অভিযোগ করেন, প্রশাসনের সহায়তায় ছাত্রলীগ এসব দখল করেছে। অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখার আহ্বায়ক রকিবুল ইসলাম রকিব বলছে, পেশি শক্তি দিয়ে হলগুলো দখল করেছে ছাত্রলীগ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, গণরুম বাতিলের প্রক্রিয়া চলমান রয়েছে। কিছুটা সময় প্রয়োজন, এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর