রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে ট্রাকচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক ট্রাক ড্রাইভার টিটুকে (৩৫) আটক করেছে পুলিশ।
বুধবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক টিটু কাশিয়াডাঙ্গা এলাকার জাহাঙ্গীরের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-কমিশনার আরেফিন জুয়েল। তিনি বলেন, শিক্ষার্থীকে যে ট্রাক ড্রাইভার চাপা দিয়েছে তাকে আটক করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
এর আগে, মঙ্গলবার রাতে রাবি ক্যাম্পাসের রাস্তায় ট্রাকচাপায় মাহমুদ হাবিব হিমেল নামের ওই শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরেকজন। তাঁরা মোটরসাইকেলের আরোহী ছিলেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকা পাঁচটি ট্রাকে আগুন দেন। রাত ২টা পর্যন্ত তাঁরা বিক্ষোভ করেন। পরে নিহতের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণসহ সাতদফা দাবি জানিয়ে রাতে আন্দোলনে বিরতি দেওয়া হয়। বুধবার সকালে ক্যাম্পাসে হিমেলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর লাশ নিয়ে যাওয়া হয়েছে নাটোরের গ্রামের বাড়িতে।
এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে এ নিয়ে বুধবার দুপুর পর্যন্ত মামলা হয়নি।