ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলো খোলা রেখে শিক্ষা-কার্যক্রম যেভাবে চলছে সেভাবেই চলবে, বলে বার্তা২৪.কম কে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে, এ প্রসঙ্গে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। এ আদেশ অনুসরণ করা হবে কি’না এ ব্যাপারে জানতে চাইলে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন যেভাবে অনুসরণ করে এসেছে; সেভাবেই চলবে। হলগুলো খোলা রেখে, অনেক পরীক্ষা স্বাস্থ্য বিধি অনুসরণ করে নেয়া হবে।’
৬ ফেব্রুয়ারির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো কিভাবে নেওয়া হবে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ক্লাসগুলো এখন যেভাবে চলছে, সেভাবেই চলবেই। আমাদের এই সময়টাতে যেভাবে সকল কার্যক্রম চালু আছে ঠিক সেভাবেই চলবে। বিভ্রান্ত ছড়ানোর কোন সুযোগ নেই!’
এদিকে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বার্তা২৪.কম কে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে চলছিল, সেভাবেই চলবে। সশরীরে ২১ তারিখ পর্যন্ত শিক্ষাকার্য বন্ধ থাকলেও শ্রেণি কার্যক্রম চালু আছে।’
পরীক্ষার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিভাগগুলোকে টার্মিনাল পরীক্ষাগুলো নেওয়ার কথা বলেছি। তারা চাইলে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষাগুলো নিতে পারে।’
প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রী পরিষদ থেকে জারি করা প্রজ্ঞাপনের আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।