কুবিতে সশরীর ক্লাস আরও ১৫ দিন বন্ধ

বিবিধ, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 00:09:03

করোনা সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকারি নির্দেশনার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সশরীরে শ্রেণি কার্যক্রম বন্ধের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানো হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুসারে কুবির সশরীরে শিক্ষা কার্যক্রম আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এসময় অনলাইন শিক্ষা কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতায় অব্যাহত থাকবে।

অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সশরীরে শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। এক্ষেত্রে যাদের পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে বা পরীক্ষা চলছে তারা রুটিন অনুযায়ী যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা চলমান রাখতে পারবে।

এর আগে, সরকারি নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ৬৯তম একাডেমিক কাউন্সিলে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কুবি প্রশাসন।

এ সম্পর্কিত আরও খবর