ফাগুনের আগুনে চটে গিয়ে ‘পুঁজিবাদী প্রেম বিরোধী’ বিক্ষোভ!

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 03:13:40

এক দিকে পহেলা ফাগুন, অন্য দিকে বিশ্ব ভালবাসা দিবস, দুটোর মিশ্রণের আগুনে চটেছেন সিঙ্গেলদের নিয়ে গঠিত সাংস্কৃতিক একটি সংগঠন ‘বাংলাদেশ সিঙ্গেল সংগ্রাম পরিষদ’। তাদের দাবি, কতিপয় যুগলরা এ দিনটি একটি ছাঁচে ফেলে বিকৃত করে ফেলেছে। তারই প্রতিবাদে ‘পুঁজিবাদী প্রেম বিরোধী’ বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে জড়ো হতে থাকে ‘পুঁজিবাদী প্রেম বিরোধী’ শ’ খানেক তরুণ। সেখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে টিএসসি, শহীদ মিনার, কার্জন হল ঘুরে সন্ত্রাস রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে সাংস্কৃতিক এ সংগঠনটির নেতা-কর্মীরা সমস্বরে- ‘জয় সিঙ্গেল, একশন টু একশন ডাইরেক্ট একশন’, ‘মিঙ্গেলদের বিরুদ্ধে ডাইরেক্ট একশন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, সিঙ্গেলদের আস্তান ‘, ‘একটা একটা মিঙ্গেল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর’, ‘ক্যাম্পাসে কোন দল আছে? আছে। কোন সে দল? সিঙ্গেল’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা। এ সময় অনেক পথচারীরাও তাদের সাথে সংহতি জানিয়ে, স্লোগানে গলা মেলাতে থাকেন।

বাংলাদেশ কেন্দ্রীয় সিঙ্গেল সংগ্রাম পরিষদ সংসদের আয়োজনে ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিঙ্গেল সংগ্রাম পরিষদ শাখার সহযোগিতায় বিক্ষোভ মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংগঠনটির সভাপতি শাহরিয়ার নাজিম শাওন বলেন, কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না। প্রেমের নামে প্রতারণা চলবে না। আমরা ১৪ ফেব্রুয়ারি দিনটি ‘সিঙ্গেল ডে’ হিসেবে উদযাপনের দাবি জানাচ্ছি।

সংগঠনটির ঢাবি শাখা সভাপতি সোয়েব আহাম্মদ সুজন বলেন, আমরা প্রেমের বিরুদ্ধে না! আমরা পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে, বিশুদ্ধ প্রেমের পক্ষে আমাদের অবস্থান রয়েছে তবে আমরা সম-বণ্টন চাই। আমাদের দমানোর কোন সুযোগ নেই। আমাদের কর্মসূচি চলতেই থাকবে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আশপাশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে আগত সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানা যায়, দেশের ৬৪ জেলায় তাদের কমিটি রয়েছে। যারা সবাই একই নীতি ও আদর্শে বিশ্বাসী।

এ সম্পর্কিত আরও খবর