‘গেস্টরুমে’ নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 00:25:11

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোর গেস্টরুমে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১৩ মার্চ) মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সন্ত্রাস রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে ‘গেস্টরুম’র নামে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা অত্যাচার-নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের নেতারা।

সমাবেশে ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, ছাপ্পান্নো হাজার বর্গমাইলের বাংলাদেশে কোথাও আজ নিরাপদ পরিবেশ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ নিরাপদ পরিবেশ বিরাজ করছে না। সবার প্রতি উদাত্ত আহ্বান আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। ছাত্রদলের নেতৃত্বে আগামীতে সারাদেশের ছাত্রসমাজ ছাত্রলীগের বিরুদ্ধে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মামুন খান, সিনিয়র যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান আমিন, যুগ্ম-সম্পাদক তানজিল হাসান, মারুফ এলাহি রনি, শ্যামল মালুম, মাহাবুব মিয়া, সহ-সাধারণ সম্পাদক আকতার হোসেন, ইসামন্তাজ ইজাজ শাহ, সুলতানা জেসমিন জুই প্রমুখ। এছাড়া ওই বিক্ষোভ মিছিলে অংশ নেয় দুই শতাধিক ছাত্রদলের নেতাকর্মী।

এ সম্পর্কিত আরও খবর