ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছেন। ফলে রাস্তাটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বুধবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে নীলক্ষেত সড়ক অবরোধ করে তারা। কর্মসূচিতে ঢাবির অধিভুক্ত সাত কলেজের স্নাতক (২০১৯-২০, ২০১৮-১৯,ও ২০১৭-১৮) সেশনের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বদরুন্নেসা মহিলা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী মাছুমা আক্তার মুন বার্তা২৪.কমকে বলেন, করোনার জন্য আমাদের দীর্ঘ সেশনজটে পড়েছি। চার ঘণ্টার পরীক্ষা দুই ঘণ্টার দিয়ে ফলাফল বিপর্যয় ঘটে। এখন আমাদের পরবর্তী বর্ষে প্রমোশন না দিলে পড়াশোনা বাদ দেয়া ছাড়া উপায় নেই।
সরকারি বাংলা কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সাগর নেওয়াজ বার্তা২৪.কমকে বলেন, আমরা করোনাকালীন সময়ে মাত্র দুই মাস ক্লাস করার সময় পেয়েছি। ৪ ঘণ্টার পরীক্ষা আমরা দুই ঘণ্টায় দিয়েছি। প্রশ্নের উত্তর জানা থাকলেও সময়ের অভাবে আমরা উত্তর দিতে পারিনি। ফলে গণহারে ফেল আসে।
শিক্ষার্থীদের ৩ দাবি-
>> করোনা সংক্রমণের কারণে সিজিপিএ শর্ত শিথিল করে ১ম, ২য়, এবং ৩য় বর্ষের (১৯-২০, ১৮-১৯, ১৭-১৮) প্রকাশিত সকল বিভাগের অকৃতকার্য শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে প্রমোশন দিতে হবে।
>> দর্শন বিভাগের প্রশ্নের মানবণ্টন পরিবর্তন করতে হবে, ১০০ নম্বরের পরিবর্তে ৮০ নম্বরের পরীক্ষা নিতে হবে এবং ২০ নম্বর ইনকোর্স এর মাধ্যমে যোগ করতে হবে।
>> গণহারে ফেল করার কারণ ও প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এর স্থায়ী সমাধান করতে হবে।