রাবিতে মুজিব বর্ষ গ্রন্থ উৎসব শুরু

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-08-26 15:39:16

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘মুজিববর্ষ গ্রন্থ উৎসব-২০২২’ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

তারুণ্যের ভাবনার পরিধি বাড়াই, প্রান্তিক শিশুদের পাশে দাঁড়াই' শীর্ষক দশ দিনব্যাপী আয়োজিত এই উৎসব প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

গ্রন্থ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘বই মানুষের আত্মা পরিশুদ্ধ করে, তারুণ্যের মননে আলোর পথ দেখায়। রাজশাহীতে একটি বই মেলার আয়োজন হবে, সকলের মনেই তার একটি সুপ্ত আকাঙখা বহন করে। তাই এ আয়োজনকে আমি সাধুবাদ জানাই।’

সরেজমিনে দেখা গেছে, বই মেলায় একটি স্টলে কয়েকটি শাখায় ভাগ করে রাখা হয়েছে বাংলা সাহিত্যের কালজয়ী গ্রন্থ ছাড়াও বিভিন্ন পুরাতন ও উঠতি নতুন লেখকদের বই। এছাড়াও রাখা হয়েছে কিছু দক্ষতাবৃদ্ধিক বই যেমন- দ্যা কম্পাউন্ড ইফেক্ট, সাকশেস টুল, করপোরেট লিডারশিপ, কম্পিউটার তথ্যপ্রযুক্তি, গাইড টু বিকামিং রিচ, নেগোসিয়েশন ইত্যাদি। প্রয়াত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের বইও রাখা হয়েছে স্টলটিতে।

গ্রন্থ উৎসবের জানতে এই আয়োজনের আহ্বায়ক নয়ন আলী বলেন, ‘এ রকম একটি ব্যাতিক্রমধর্মী উদ্যোগের দায়িত্ব নেয়া ও সেই জায়গা থেকে আজকের আয়োজনের উদ্বোধন সবকিছুই ছিলো এক সুন্দর অনুভূতি, অনুষ্ঠানটি হয়ত আরও সাফল্য মন্ডিত করতে পারবেন পাঠকেরা। জ্ঞান পিপাষু সকল পাঠকেরা আমাদের এ আয়োজনে আমন্ত্রিত।’

সার্বিক বিষয়ে নবজাগরণ ফাউন্ডেশনের সভাপতি রাশেদুল ইসলাম বলেন, ‘এ আয়োজনটি করতে পেরে আমরা সকলেই খুশি। আমরা আশা করছি এই মেলা এসে পাঠকেরা বইগুলো নেড়েচেড়ে দেখবে, বই কিনবে এবং অন্যকে বই উপহার দেওয়ার পাশাপাশি এ গ্রন্থ উৎসবকে উত্তরোত্তর সাফল্যমণ্ডিত করবে।

এ সম্পর্কিত আরও খবর