রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার। এতে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় 'সেকেন্ড টাইম' (গতবারও ভর্তি পরীক্ষায় অংশ নেন এমন শিক্ষার্থী) থাকবে কি না এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম এ তথ্যটি জানিয়েছেন।
অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সার্বিক বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সেকেন্ড টাইম থাকবে কি না- আলোচনার শেষে তা বলা যাবে।
উল্লেখ্য, রাবিতে ২০১৮ সালে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করা হয়। এর আগের বছরগুলোতে প্রথমবার সুযোগ বঞ্চিত ভর্তিচ্ছুরা দ্বিতীয়বারও ভর্তি পরীক্ষা দিতে পারতেন। ২০১৮ সালে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধের পর থেকে প্রায় প্রতিবছর ভর্তিচ্ছুদের একটি অংশ সেকেন্ড টাইম চালুর দাবিতে আন্দোলন করে আসছেন।