ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনে যান এক সাংবাদিক। উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে আবির আহমেদকে (২৭) ছাত্রদল তকমা দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। ওই সাংবাদিক দ্য ডেইলি ক্যাম্পাস নামে একটি অনলাইন সংবাদ মাধ্যমের নিজস্ব প্রতিবেদক।
এ ব্যাপারে আবির আহমেদ জানান, বৃহস্পতিবার (২৬ মে) হাইকোর্ট এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষ চলাকালীন সময়ে তিনি লাইভে ছিলেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মারধর করে তার ফোন ছিনিয়ে নেন।
এ ব্যাপারে ঢাবি প্রক্টর ড. অধ্যাপক এ কে এম গোলাপ রব্বানী দুঃখ প্রকাশ করে বলেন, এটা কোনভাবেই কাম্য হতে পারে না। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় আজ (২৬ মে) প্রবেশের চেষ্টা করলে ছাত্রলীগের ধাওয়া খেয়ে পিছু হটে। এ হামলায় এক সাংবাদিকসহ ছাত্রদলের ৩০-৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে ছাত্রদলের অভিযোগ।