১৬ পেরিয়ে ১৭-তে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

বিবিধ, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 13:32:03

ষোলো পেরিয়ে সতেরো বছরে পা রাখছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ২০০৬ সালের এই দিনে দেশের ২৬তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে দক্ষিণ পূর্বাঞ্চলের এই বিদ্যাপীঠটির যাত্রা শুরু হয়। দিনটিকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আনন্দ র‍্যালির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন।

র‍্যালিটি বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়ে ময়নামতি জাদুঘর ঘুরে এসে মুক্তমঞ্চে এসে শেষ হয়। এরপর সাড়ে দশটায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তারপর সাদা পায়রা উড়িয়ে ও কেক কেটে আলোচনা অনুষ্ঠান শুরু হয়।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, ভবিষ্যতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের হিসেবে দেখাতে চাই। বিশ্ববিদ্যালয়ের যে প্রধান উদ্দেশ্য শিক্ষা, গবেষণা ও কম্যুনিটি এনগেজমেন্টের ক্ষেত্রে যাতে শিক্ষার্থীরা নিজেদের গড়ে তুলতে পারে সে উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাবো।

এ সম্পর্কিত আরও খবর