জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে চালু হয়েছে চক্রাকার বাস সার্ভিস।
রোববার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত একটি দ্বিতল বাসের মাধ্যমে এ সেবা শুরু হয়।
এদিন বেলা ৩টায় চক্রাকার বাসটির শুভ উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমেদ, প্রক্টর ড. মোস্তফা কামাল ও সহকারী প্রক্টরবৃন্দ, পরিবহন প্রশাসকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চক্রাকার বাস সার্ভিস চালু করায় সাধারণ শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করে বলেন, আমাদের জন্য চক্রাকার বাস চালু করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চক্রাকার বাস চালু হওয়াতে এখন আর ক্লাস শেষ করে আমাদের ৪টা পর্যন্ত বাসের জন্য অপেক্ষা করতে হবে না।