পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে আগামী ২৫ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সব ক্লাস ও কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৩ জুন) বুয়েট রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দিতে সেদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।
বুয়েটের ছাত্র কল্যাণ পরিদপ্তরের (ডিএসডব্লিও) পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, গত ১৮ তারিখ বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের কাছে একটা আবেদন আসপ। যেখানে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানটি তারা দেখতে চায়। এর পরিপ্রেক্ষিতে ওই দিন বুয়েটে সব ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্তটি নেওয়া হয়েছে৷
উল্লেখ্য, সাধারণত প্রায় সরকারি বিশ্ববিদ্যালয়ে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাপ্তাহিক ছুটি বৃহস্পতি ও শুক্রবার।