পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯ দিনের ছুটিতে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ কয়েকদিন ঢাবি ক্যাম্পাসে ছিল না কোন প্রাণের স্পন্দন, ছিল না ক্লাস ভর্তি শিক্ষার্থী, মিটিং মিছিল কিংবা বন্ধু-বান্ধবের মধ্যাকার আড্ডা।
রোববার (১৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় খুললেও এখনও অনেকে বাড়ি থেকে ক্যাম্পাসে ফিরছেন।
এমন একজন শিক্ষার্থী জাহিদ হাসান। ২০১৮-১৯ সেশনের ওই শিক্ষার্থী বলেন, ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে একটু দেরি হয়ে গেল। বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানায়, শ্রেণিকক্ষে এখনও সবার উপরিস্থিতিতে পরিপূর্ণ হয়নি। তবে আশা রাখা যায়, দু-একদিনের ভেতর হল-ক্লাস সেই চির-চেনা আগের রূপেই ফিরে আসবে।
এর আগে, ৮ জুলাই সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অফিসিয়ালি গত ৯ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আজহার ছুটিতে যায়। এসময় সকল কার্যক্রম বন্ধ থাকলেও আবাসিক হলগুলো খোলা ছিল।