বিভাগীয় কেন্দ্রে পরীক্ষা নেওয়ার তথ্যটি সঠিক নয়: রাবি উপাচার্য

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 07:08:53

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত আগামীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ বিভাগীয় কেন্দ্রে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ কুদরাত-ই-খুদা একাডেমিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

উপাচার্য বলেন, গত ২৩ তারিখে রাবিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তি সংক্রান্ত সংবাদ সম্মেলন শেষে বিভাগীয় শহরগুলোতে পরীক্ষা নেওয়ার বিষয়ে কিছু কিছু সংবাদপত্রে সঠিক তথ্যই এসেছে। আবার কিছু সংবাদপত্রে এবং সামাজিক যোগাযোগ মাধমে সঠিক তথ্যটা আসেনি।

তিনি আরও বলেন, আমরা এবিষয়ে চিন্তাভাবনা করছি। এটা আসলে আমার একক সিদ্ধান্তের বিষয় না। এ মুহূর্তে এবিষয়ে আমি কংক্রিট কিছু বলতে পারি না। একাডেমিক কাউন্সিলসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেই এবিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আর এই পদ্ধতিতে যদি আমরা যায়, তাহলে হয়তো আমাদের কষ্ট কিছুটা লাঘব হবে।

 

 

এ সম্পর্কিত আরও খবর