‘সংস্কৃত মানুষকে সত্য ও ন্যায়ের পথে ধাবিত করে’

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 21:23:34

সংস্কৃত মানুষকে সত্য ও ন্যায়ের পথে ধাবিত করে। অন্যায়ের বিরুদ্ধে জাগিয়ে তোলে, মানবিক মূল্যবোধে মানুষকে বেঁধে রাখে। সংস্কৃতি চর্চাকে শিক্ষার পাঠ্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

সোমবার (১ আগস্ট) “মেঘের ধাক্কা”-র আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে পলান সরকারের স্মরণে বই বিনিময় উৎসবে সংক্ষিপ্ত আলোচনা চলাকালীন এমন মন্তব্য করেন।

তিনি আরো বলেন, একটি সমাজকে যদি আলোকিত করতে হয়, মানুষকে যদি সত্য সুন্দরের পথে তৈরি করতে হয়, তাহলে পাঠ্যাভাসের কোন বিকল্প নাই। বই হল জ্ঞানের আঁধার। যুগের পর যুগ ধরে জ্ঞানী, মনীষী, বিজ্ঞানী, ইতিহাসবিদদের ভাবনা গ্রন্থে লিপি বদ্ধ আছে। যত বেশি পড়তে পারব তত বেশি আলোকিত হতে পারব। সেই আলোর ছিটে-ফোঁটাও যদি সমাজে পড়ে, সমাজ একটু হলেও পরিবর্তন হবে।

এসময় পলান সরকারের পুত্র হায়দার আলী সরকার, মেঘের ধাক্কার পরিচালক জহির রায়হান, নাট্যজন অনন্ত হীরা, ঝুনা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর