ছাত্র অধিকার পরিষদের ১৮ জনের বিরুদ্ধে মামলা করল ছাত্রলীগ

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 16:59:36

 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এক স্মরণসভায় ছাত্রলীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। পাল্টা হামলা ও সরকার বিরোধী মন্তব্য করার অভিযোগ এনে মামলা দায়ের করেছে ছাত্রলীগ। এছাড়াও এ ঘটনায় শনিবার (৮ অক্টোবর) আটক ২৪ জনকে কোর্টে চালান করা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন বাদী হয়ে ছাত্র অধিকার পরিষদের ১৮ নেতা-কর্মী ও ১৪০-১৫০ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করেন। শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে।

ছাত্রলীগের মামলায় আসামিরা হলেন- ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম রুবেল হোসেন, সদস্য মো. তসলিম হোসাইন অভি ও মিজান উদ্দিন, ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, সহ-সভাপতি আসিফ মাহমুদ, সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক আব্দুল কাদের, ছাত্র অধিকার পরিষদ ঢাকা কলেজ শাখার সহ-সভাপতি মো. রাকিব, বংশাল থানা ছাত্র অধিকার পরিষদের সদস্য মো. ওমর ফারুক জিহাদ, ছাত্র অধিকার পরিষদের কর্মী তাওহীদুল ইসলাম তুহিন, মামনুর রশিদ, নাজমুল হাসান, মো. সাদ্দাম হোসেন, ইউসুফ হোসেন, মো. বেলাল হোসেন, মো. আবু কাউছার হাওলাদার ও মাহফুজ। এছাড়া আরও অজ্ঞাত ১৪০/১৫০ জন।

মামলার বাদী নাজিম উদ্দিন বলেন, আমরা টিএসসিতে প্রোগ্রামে যাচ্ছিলাম। তারা (ছাত্র অধিকার পরিষদ) কিছু স্কুলের শিক্ষার্থী, বহিরাগতদের নিয়ে আবরার হত্যার বিচার চেয়ে প্রোগ্রাম করছে। এখানে তারা সরকারকে, ছাত্রলীগকে গালিগালাজ করছে। এ সময় আমরা তাদেরকে বলি আবরার তো আমাদের ছাত্র নয়। এখানে প্রক্টরিয়াল টিম আসে, তারা জানায় এ প্রোগ্রামের অনুমোদন নেই। তারা প্রক্টরিয়াল টিম এবং আমাদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে। একপর্যায়ে তাদের কিছু লোক ইট ছুঁড়লে আমার মাথায় এসে পড়ে। আমাদের আরও কয়েকজন আহত হয়। পরে আরও কিছু শিক্ষার্থী তাদের ধাওয়া দিয়ে বিতাড়িত করে। আমরা শাহবাগ থানায় মামলা করেছি।

শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফা বলেন, নাজিম উদ্দীন নামে এক ছাত্রলীগ নেতা তাদের ওপর হামলার অভিযোগ এনে ছাত্র অধিকার পরিষদের ১৮ নেতা-কর্মীর নামে মামলা দিয়েছে। আমরা মামলা গ্রহণ করেছি।

এদিকে শাহবাগ থানার ওসি নূর মোহাম্মদ বলেন, ছাত্রলীগের উপর হামলার একটি অভিযোগের প্রেক্ষিতে গতকাল (শুক্রবার) তাদের আটক করা হয়েছিলো। আজ সকালে ২৪ জনকে এই মামলায় আসামি করে কোর্টে চালান করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর