ঢাবি শিক্ষক সমিতির সভাপতি কামাল, শিবলী সাধারণ সম্পাদক

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 15:04:00

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির নির্বাচনে অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল সভাপতি এবং অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে ১৫ পদের মধ্যে ১৪টি পদ পেয়ে নীল দলের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।

নির্বাচনে সাদা দলের হয়ে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক মো. হাসানুজ্জামান সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের দুই হাজারের মত শিক্ষক ভোট দেন।

বিকেল সোয়া ৪টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘নির্বাচনে মোট ১৯৮৮ ভোটের মধ্যে ১৫৫১ ভোট পড়েছে।’

নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের ১০৩৬ ভোট পেয়ে সভাপতি হয়েছেন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। বিপরীতে সাদা দলের সভাপতি প্রার্থী অধ্যাপক মো. আখতার হোসেন খান ৪৫৩ ভোট পেয়েছেন।

মাকসুদ কামাল এর আগে দুই বার সাধারণ সম্পাদক ও ২০১৭ সালের সভাপতির দায়িত্ব পালন করেছেন। নির্বাচনের প্রতিক্রিয়ায় বার্তা২৪কে তিনি বলেন, ‘এ জয় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির। গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদানের প্রতিফলন ঘটেছে এই নির্বাচনে।’

নির্বাচনের প্রতিক্রিয়ায় অধ্যাপক মো. আখতার হোসেন খান বার্তা২৪কে বলেন, `নির্বাচন সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ হয়েছে। সম্মানিত শিক্ষকরা যে রায় দিয়েছেন আমরা মেনে নিয়েছি। বিজয়ীদের আনুষ্ঠানিক ভাবে অভিনন্দন জানিয়েছি। নির্বাচিতদের বলেছি, বিশ্ববিদ্যালয়ের গঠনমূলক কাজে সহযোগিতা লাগলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।'

শিবলী রুবাইয়াতুল ইসলাম ৮০৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিপরীতে সাদা দলের সাধারণ প্রার্থী অধ্যাপক মো. লুৎফর রহমান ৬৮৯ ভোট পেয়েছেন।

এদিকে অধ্যাপক মো ইমদাদুল হক ৮৬০ ভোটে সহ-সভাপতি, অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী ৭৭৭ ভোটে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ৮৯৮ ভোটে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্যপদে নির্বাচিত হয়েছেন- অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার (৮৬৫), অধ্যাপক জিনাত হুদা (৮২৫), অধ্যাপক নিসার হোসেন (৭৬৯), অধ্যাপক মো. আফতাব আলী শেখ (৯৪২), অধ্যাপক মো. জিয়াউর রহমান (৯০৩), অধ্যাপক মো নিজামুল হক ভুইয়া (৯০১), অধ্যাপক সাদেকা হালিম (৭৮৩), অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান (৮৫৬), অধ্যাপক সৌমিত্র শেখর দে (৮০৪) ও অধ্যাপক মো. হাসানুজ্জামান (৭৫৯)।

এ সম্পর্কিত আরও খবর