রাবি প্রক্টরের পদত্যাগের দাবিতে ছাত্রজোটের স্মারকলিপি

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট | 2023-08-29 08:34:13

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের পদত্যাগসহ তিন দফা দাবিতে উপাচার্যের বরাবর স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা প্রতিগতিশীল ছাত্রজোট নেতাকর্মীরা।

মঙ্গলবার (০৪ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বরাবর এ স্মারকলিপি প্রদান করেন তারা ।

তাদের অন্য দুটি দাবি হলো- চিহ্নিত সন্ত্রাসী হামলাকারীদের বহিষ্কার করা, কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সকল প্রকার বাণিজ্যিক ব্যবহার বন্ধ করা।

স্মারকলিপিতে বলা হয়েছে, গত শনিবার (১ ডিসেম্বর) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বাণিজ্যিক সিনেমা দহন প্রদর্শনীর বিরুদ্ধে অবস্থান নেয় প্রগতিশীল ছাত্রজোট। অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রশাসনের উপস্থিতিতে সরকার দলীয় ছাত্রসংগঠনের নামধারী সন্ত্রাসীরা আন্দোলনরত প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে প্রগতিশীল ছাত্রজোটের নেতা মিথুন মহন্ত, সংবাদকর্মী আলী ইউনুস হৃদয়সহ সাতজন গুরুতর আহত হন।

স্মারকলিপি প্রদানকালে রাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি এ.এম. শাকিল, রাবি ছাত্র ফেডারেশনের সভাপতি মহব্বত হোসেন মিলন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ফিদেল মনির, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টে সভাপতি লিটন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর