রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মানের ইন্তেকাল

, ক্যাম্পাস

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 23:41:23

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের প্রবীণ শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বুধবার (২৬ অক্টোবর) ভোরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে চিকিৎসাধীন ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে সত্তর দশকের শুরুতে স্নাতক ও স্নাতকোত্তর লাভ করে প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান শিক্ষকতা পেশায় যোগদান করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দীর্ঘকাল সুনামের সঙ্গে শিক্ষকতার সময়কালে তিনি সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর বিশ্ববিদ্যালয়ের 'সাউথ এশিয়া সেন্টার' থেকে বাংলাদেশের রাজনীতিতে বিরোধীদলের ভূমিকা বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া বিষয়ে তিনি ছিলেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ।

দিনাজপুরের বাসিন্দা প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান মৃত্যুকালে এক কন্যা ও বহু শিক্ষার্থী-গুণগ্রাহী রেখে গেছেন।

এ সম্পর্কিত আরও খবর