রাবিতে ৪ দিনব্যাপী আন্তঃহল সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু কাল

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 04:00:00

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী আন্তঃহল সাংস্কৃতিক প্রতিযোগিতা।

শুক্রবার (০৭ ডিসেম্বর) সকল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতাটি চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি প্রতিযোগিতাটির আয়োজন করেছে।

এ প্রতিযোগিতার প্রথম দিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ভবনে নজরুল সংগীত, উচ্চাঙ্গ সংগীত ও যন্ত্রসংগীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া একই সময় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে চলবে বাংলা ও ইংরেজি আবৃত্তি প্রতিযোগিতা।

এরপর বিকেল ৩টায় টিএসসিসি ভবনে অনুষ্ঠিত হবে দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা। অপরদিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে উপস্থিত বক্তৃতা।

প্রতিযোগিতার দ্বিতীয় দিন শনিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় টিএসসিসি ভবনে লোকসংগীত ও আধুনিক গানের প্রতিযোগিতা চলবে। এরপর একই সময়ে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিতর্ক ও অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ওই দিন বিকেল ৩টায় টিএসসিসি ভবনে রবীন্দ্র সঙ্গীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এরপর এ সাংস্কৃতিক প্রতিযোগিতার তৃতীয় দিন রোববার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় টিএসসিসি ভবনে উচ্চাঙ্গ নৃত্য, সাধারণ নৃত্য ও লোকনৃত্যে’র প্রতিযোগিতাইয় অংশ নিবে প্রতিযোগিরা। এরপর সোমবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ প্রতিযোগিতার সমাপনী পর্বটি অনুষ্ঠিত হবে।

টিএসসিসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ হাসিবুল আলম প্রধানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোঃ জাকারিয়া ও কোষাধ্যক্ষ অধ্যাপক একে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ উপস্থিত থাকবেন।

এ সম্পর্কিত আরও খবর