বিচারক ও আইনজীবীরা হলেন সামাজিক প্রকৌশলী: প্রধান বিচারপতি

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপনডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 18:37:46

আইন ও আইন পেশার সঙ্গে জড়িত বিচারক ও আইনজীবীদের সামাজিক প্রকৌশলী হিসেবে আখ্যায়িত করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

তিনি বলেছেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় বিচারক, আইনজীবী, আইনের শিক্ষক ও ছাত্রদের রয়েছে অনন্য ভূমিকা। দেশ গঠনে ও দেশের সার্বিক অগ্রগতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।’

শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাজী মোতাহার হোসেন ভবনের সামনে বাংলাদেশ আইন সমিতির ৩৩তম বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঢাবির আইন বিভাগ এ সম্মেলনের আয়োজন করে।

প্রধান বিচারপতি বলেন, ‘একটি দেশের সরকারের কৃতিত্ব পরিমাপ করার সর্বোচ্চ মাপকাঠি হচ্ছে তার বিচার বিভাগের দক্ষতা ও যোগ্যতা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ আইন সমিতি শুধু এর সদস্যদের উন্নয়ন করে না বরং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানব উন্নয়নমূলক কাজসহ দরিদ্র, সহায়-সম্বলহীন জনগণকে আইনী সেবা দেয়ার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবে।'

সম্মেলনের উদ্বোধন করেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো.অখতারুজ্জামান। তিনি বলেন, ‘গণতন্ত্রে আইনের লোকগুলো যে অবদান রাখতে পারেন, তা আর কারো পক্ষে সম্ভব নয়। আইনের সঙ্গে যারা জড়িত থাকেন, তারা গণতন্ত্র ও আইনের শাসন বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করেন।'

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
স্মৃতিকাতর হয়ে তিনি বলেন, ‘এ বিভাগের মাটি, ঘাস, ধূলা আমার রক্তে মিশে আছে। এ ক্যাম্পাসের প্রতিটি ধূলিকণার মতোই আমি সবার কাছে আমৃত্যু পরিচিত থাকতে চাই। '

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রের তিনটি অংশের মধ্যে বিচারবিভাগ অনেক গুরুত্বপূর্ণ। গণতন্ত্রে ‘আইনের শাসন' প্রতিষ্ঠায় এ বিভাগের অনেক অবদান রয়েছে। আমাদের এ বিভাগে যারা আইনজীবী হিসেবে কাজ করেন, তারা যদি একটু রিসার্চ করে আদালতে আইনের ব্যাখ্যা দেন তাহলে ভালো হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে।’

সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আইন সমিতির সম্মেলন প্রস্তুতি কমিটি ২০১৮-এর আহ্বায়ক মোল্লা মো.আবু কাওছার।

সম্মেলনের শেষ পর্বে বাংলাদেশ আইন সমিতির কার্যকর পরিষদের ২০১৯ সালের কমিটি ঘোষণা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান সরদার। এ বছর সভাপতি পদে একেএম আফজালুল মনির ও সাধারণ সম্পাদক পদে মো.মাহফুজুর রহমান আল-মামুন নির্বাচিত হন।

বাংলাদেশ আইন সমিতির সভাপতি মো.কামরুজ্জামান আনসারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- প্রধান বিচারপতির সহধর্মিনী আইন বিভাগের তৃতীয় ব্যাচের ছাত্রী সামিনা খালেক, বাংলাদেশ আইন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ মাহমুদ হাসান, ঢাবি আইন অনুষদের ডীন অধ্যাপক ড. মো.রহমত উল্লাহ, ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার, ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর