ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী নির্যাতনের রেশ কাটতে না কাটতেই এবার রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের হোস্টেলের নতুন ভবনের ২০০৭ নং কক্ষ ‘জোর করে’ দখলের অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীবা আক্তার সাইমুনের বিরুদ্ধে। সাইমুন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী হিসেবে পরিচিত।
জানা যায়, শনিবার (৪ মার্চ) দুপুর থেকে ওই রুম দখলের চেষ্টা করে সাইমুনের অনুসারীরা। জোর করে সিট চেঞ্জ করে দেওয়ার জন্য চাপ দিতে থাকে সাইমুনের অনুসারীরা। পরে রাত ১০টার দিকে আবার আসে তারা, এসময় তাদের সঙ্গে রুমে থাকা ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কিও হয় বলে জানায় সূত্র।
পরে ঘটনাস্থলে যান চকবাজার থানা পুলিশ। এ বিষয়ে চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইউম বলেন, কলেজের অধ্যক্ষ এবং প্রাধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে। এটা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছেন তারা ।
২০০৭ নং কক্ষে আগে থাকা এমন এক শিক্ষার্থী বলেন, আমি লিগ্যালি হলে থাকি। আমাদের রুমের সিনিয়র এক আপুকে ছাড়া সবাইকে রুম পরিবর্তন করে দিচ্ছে। উনি (সাইমুন) ইচ্ছা করে আমাদের সবাইকে পরিবর্তন করে দিচ্ছে। কোনো কারণ ছাড়াই। তিনি আমাদের বলেন, আমার ইচ্ছা আমি পরিবর্তন করে দেব, ওই রুমে তোমাদের থাকা যাবে না।
অভিযোগের বিষয়ে হাবীবা আক্তার সাইমুম বলেন, রুম শিফটের ব্যাপার প্রশাসনের দায়িত্বের ভেতরে পড়ে, হয়তো সাধারণ শিক্ষার্থীদের মাঝে কোনো কথা কাটাকাটি হয়েছে। আমি এর সঙ্গে জড়িত নই।
কলেজের অধ্যাক্ষ সাবিকুন নাহার বলেন, সিট শিফটিং নিয়ে একটু ঝামেলা হয়েছে বলে শুনেছি, আমি নিজেও অসুস্থ। হোস্টেল সুপারকে বিষয়টি দেখতে বলেছি৷