রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2023-09-01 08:39:25

বাসের টিকিট কাটা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর গেটে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ চলছে।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এই ঘটনা শুরু হয়। এতে দুই শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। সন্ধ্যা ৭টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা চলছে।

আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের নাম জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, বিকেলে বিনোদপুর বাস কাউন্টারে টিকিট কাটা নিয়ে টিকিট কাউন্টার মালিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে কথা বলার জন্য সন্ধ্যা ৬টার দিকে সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া উপস্থিত হলে স্থানীয়রা তার ওপর চড়াও হন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ইট নিক্ষেপ করে হামলা করেন স্থানীয় লোকজন।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম বলেন, বাস ভাড়াকে কেন্দ্র করে রাবি শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

এ সম্পর্কিত আরও খবর