পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ দিন ছুটি থাকবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আগামী ২৫ জুন (রোববার) থেকে এই ছুটি শুরু হয়ে শেষ হবে আগামী ৬ (বৃহস্পতিবার) জুলাই।
সোমবার (১৯ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী।
তিনি জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ৬ জুলাই ছুটি শেষ হলেও তারপর দুই দিন সাপ্তাহিক ছুটি (শুক্রবার, শনিবার) থাকায় ৯ জুলাই (রোববার) থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর বিষয়ে কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ ড. মিহির লাল ভৌমিক বলেন, হলের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা একটা মিটিং করে দ্রুতই সিদ্ধান্ত নিবো।