শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

বিবিধ, ক্যাম্পাস

ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 21:18:02

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিব ড. এমতাজ হোসেনকে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে মুখে কালো কাপড় বেঁধে এ মানববন্ধন করেন তারা।

সকাল ১১টায় অনুষদ ভবনের সামনে মানববন্ধন শুরু হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা শিক্ষককে মারধরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে চার দফা দাবিতে উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে হামলাকারী মিরুকে স্থায়ীভাবে বরখাস্ত, পলাতকদের গ্রেফতার, ক্যাম্পাসে বহিরাগতদের চলাচল নিষিদ্ধ ও ভবিষ্যতে এরূপ ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ গ্রহণের দাবি জানান শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, জিয়া পরিষদের কুষ্টিয়া জেলার আহবায়ক কমিটি অনুমোদনের জের ধরে গত ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি ভবনের নিজ কক্ষে (৪০৯ নং) ড. এমতাজ হোসেনকে মারধর করেন সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার মানজারে আলম মিরু।

ঐ ঘটনায় মিরুকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করে প্রশাসন। একই সাথে ঘটনা যাচাই বাচাইয়ের জন্য তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়।

এ সম্পর্কিত আরও খবর