‘অসাম্প্রদায়িকতা ছিল মুক্তিযুদ্ধের চেতনা’

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপনডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 04:14:33

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘আমাদের মুক্তিযুদ্ধ ছিল একটি গণযুদ্ধ। এতে নানা ধরনের মানুষ অংশগ্রহণ করেছিল। অসাম্প্রদায়িকতা ও মানবিক মূল্যবোধই ছিল আমাদের এই গণযুদ্ধের চেতনা।'

সোমবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাবির বিজয় একাত্তর হলে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপাচার্য বলেন, ‘হাজার বছরের ইতিহাসে একবারই দেশের সকল মানুষ ভেদাভেদ ভুলে গিয়ে একজন মানুষের আহ্বানে একত্রিত হয়েছিল। জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছিল। যারা দেশের জন্য জীবন দেয় তারা জীবিত, তারা কখনো বিস্মৃত হন না।'

বিশেষ অথিতির বক্তব্যে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বলেন, ‘আমরা যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ করেছি, মানুষ জীবন দিয়েছে, সেই চেতনা যেন হারিয়ে না যায়। এমন যেন না হয়, আমরা মারা যাওয়ার পর আমাদের কবরের ওপর স্বাধীনতা বিরোধীরা দাঁড়িয়ে আমাদের ঘৃণার চোখে দেখে।'

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের পর দেশের যে উত্থান আমরা করেছিলাম বঙ্গবন্ধুর মৃত্যুর পর তা থমকে যায়। তাঁর অসমাপ্ত কাজ শেষ করছেন তাঁরই কন্যা শেখ হাসিনা। তাই আসন্ন নির্বাচনে জয়ের মাধ্যমে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।'

তরুণদের উদ্দেশ্যে শহীদ ডা. আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী বলেন, ‘তোমরা যেখানেই থাকবে, কখনো স্বাধীনতার চেতনার বিষয়ে আপোষ করবে না। কারণ তোমরা যখন বড় কোনো দায়িত্বে বসবে, তখন মনে রাখবে তোমাদের এই চেয়ার ৩০ লক্ষ মানুষের রক্তে গড়া।'

এসময় তিনি আগামী নির্বাচনে তরুণদের প্রথম ভোট মুক্তিযুদ্ধের পক্ষে দেয়ার আহ্বান জানান।

হলের প্রাধ্যক্ষ্য ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হলের হাউজ টিউটর ড. খাদেমুল হক।

অনুষ্ঠানের শেষ পর্বে নিয়মানুবর্তিতা ও বিভাগে ভালো ফলাফল করার জন্য একটি স্বর্ণপদকসহ মোট ১২ জন শিক্ষার্থীর হাতে প্রভোস্ট অ্যাওয়ার্ড তুলে দেন উপাচার্য। এছাড়া হলের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীদের মধ্যে সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে ১১টি এবং খেলাধুলায় চারটি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পরে হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরও খবর