কুবির প্রশাসনিক ভবন থেকে গোখরা সাপ উদ্ধার

বিবিধ, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 18:28:12

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবন থেকে চারটি বিষধর গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে এ সাপের বাচ্চাগুলো উদ্ধার করা হয়। এ নিয়ে প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের গুদাম ঘর থেকে কিছুদিন ধরে দুর্গন্ধ ছড়াতে থাকে। বিষাক্ত সাপ আছে মনে করে কর্মকর্তারা সাপুড়ে নিয়ে আসেন।

পরে কয়েকজন স্থানীয় সাপুড়ে তল্লাশি চালিয়ে চারটি বিষধর গোখরা সাপের বাচ্চা উদ্ধার করেন।

সাপুড়ে নজরুল ইসলাম বলেন, ‘আমরা খুঁজে চারটি সাপের বাচ্চা পেয়েছি। ভেতরে আর কোনো সাপ নাই।’

সাপুড়েরা সাপ নেই বললেও প্রশাসনিক ভবনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন ভেতরে বড় সাপ আছে।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, ‘আমরা খুবই আতঙ্কে আছি। সাপ পাওয়ার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছি। কারণ গুদাম ঘরে একটু পর পর খাতা আনতে বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মকর্তাদের যেতে হয়।’

এ সম্পর্কিত আরও খবর