জাবিতে ধানের শীষের পক্ষে শিক্ষকদের গণসংযোগ

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 12:17:11

ক্যাম্পাসে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

রোববার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে গণসংযোগ শুরু করে নতুন কলা ভবন, রেজিস্ট্রার ভবন এবং ট্রান্সপোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় তারা ভোটারদের কাছে ধানের শীষের প্রচারপত্র বিতরণ করেন। পাশাপাশি দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকলকে সরব ভূমিকা রাখার আহ্বান জানান।

জাতীয়তাবদী শিক্ষক ফোরামের অন্যতম সদস্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘আমরা দেশের স্বার্থে একটা সুষ্ঠু নির্বাচন চাই। এবার যদি সুষ্ঠু নিবার্চন না হয় তাহলে সরকার এবং বিরোধীপক্ষ উভয় বড় সংকটে পড়ে যাবে। সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এ নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। আর একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন লেভেল প্লেয়িং ফিল্ড যা বর্তমান নির্বাচন কমিশন দিতে ব্যার্থ।’

ফোরামের সদস্য সচিব অধ্যাপক শরিফ উদ্দিন বলেন, ‘ক্যাম্পাসে সারা দেশের ভোটার রয়েছে যারা খুবই সচেতন নাগরিক। তাদের কাছে আমরা ধানের ভোট চেয়েছি এবং বিএনপি ও ঐক্যফ্রন্ট ক্ষমতায় আসলে সারা দেশসহ ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আশ্বাস দিয়েছি।’

প্রচারণায় আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক সৈয়দ মো.কামরুল আহছান, অধ্যাপক শামসুল আলম সেলিম, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক ফজলুল করিম পাটওয়ারী, সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন, কর্মকতা আব্দুর রহমান বাবুল ও আজমল আমিন টুটুল প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর