শিবির সন্দেহে শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপনডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 08:28:24

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিবির কর্মী সন্দেহে এক শিক্ষার্থীকে মারধর করার পর হল থেকে বের করে দিল একদল ছাত্রলীগ কর্মী।

রোববার (২৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার হওয়া রাসেল হোসেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে এ বছর মাস্টারস ফাইনাল পরীক্ষা দিয়েছেন। তিনি বিজয় একাত্তর হলের একজন আবাসিক ছাত্র।

বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সজিবুর রহমান সজিব (মনোবিজ্ঞান বিভাগ চতুর্থ বর্ষের শিক্ষার্থী) বলেন, 'শিবিরের সাথে তার সংযুক্তির ব্যাপারে কিছু ছাত্র আমাকে জানিয়েছিল। তখন আমি তাকে টিভি রুমে ডেকে আনি এবং জিজ্ঞাসাবাদ করি। পরে তার কক্ষ থেকে আমরা অনেক প্রমাণ খোঁজে পাই।'

তিনি আরও বলেন, 'সে (রাসেল) ১৫ টির বেশি ই-মেইল আইডি এবং ১০ টি ফেইক (ভুয়া) ফেইসবুক আইডি ব্যবহার করত। যেগুলো দিয়ে সে শিবির নেতাদের সাথে যোগাযোগ করত।'

বিশ্ববিদ্যালয় প্রক্টর ঘটনা জানার পর প্রক্টরিয়াল টিম এসে হলের আবাসিক শিক্ষক সৈয়দ মাহফুজুল হক মার্জানের উপস্থিতিতে সন্দেহভাজন ছাত্রকে শাহবাগ থানায় সোপর্দ করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম বার্তা২৪.কমকে গ্রফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'ওসি এসে সোমবার (২৪ ডিসেম্বর) রাতে সিদ্ধান্ত নেবেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা দায়ের করা হয়নি।'

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর একেএম গোলাম রব্বানী বলেন, 'ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদ ও যাচাইয়ের পরে আমরা তাকে থানায় সোপর্দ করেছি। যদি তারা ঘটনার সত্যতা খুঁজে পায় তবে আমাদের জানাবে। পরে আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদের পর সিদ্ধান্ত নেব।'

এ সম্পর্কিত আরও খবর