ঢাবিতে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেট, বার্তা ২৪.কম, ঢাকা | 2023-12-17 11:09:49

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর), সংগঠনটির সভাপতি মারুফ খান শাহীন এবং সাধারণ সম্পাদক  মোঃ তানভীর আহমেদ সাক্ষরিত ২০২৩-২৪ সালের জন্য ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির ঘোষণা করা হয়।

সংগঠনটির সভাপতি মারুফ খান শাহীন বলেন, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই চারটি জেলা থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ১৯৮১ সালে গঠিত হয় বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিভাগীয় ছাত্র সংগঠনটি। এরই ধারাবাহিকতায় আজ ২০২৩-২৪ সেশনের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়। এছাড়াও বলা হয় যে পুর্ণাঙ্গ কমিটির সকল সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা,আন্তরিকতা ও সততার সাথে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট হবেন।

জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ তানভীর আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমে আমাদের সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতে আমাদের সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা চাই এই সংগঠনে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটবে।’

৫১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন- তাওহীদ হাসান দোহা, মোঃ আবু হানিফ জুনেদ, মোঃ আরিফুল ইসলাম রুবেল, আবু হানিফা তানিম, মোঃ ইমরান হোসাইন, অপু দত্ত, ফখরুল ইসলাম কল্প, সৌরভ নাগ, নাজিয়া সিদ্দিকা ফারজানা। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম শুভ, হৃদয় মিয়া, তালহা চৌধুরী, আসিফুর রহমান রিফাত, বেলাল হোসাইন রিপন, সাংগঠনিক সম্পাদক পদে জাহিদ মোস্তফা চৌধুরী, মোঃ কিবরিয়া, আহমদ রেজা, মোঃ মোসাহিদ আলী,

ফরহাদ মিয়া, জহিরুল ইসলাম (আকির খান), মোঃ মহিউদ্দিন আহমেদ তানভীর (ইমন), তাফাজ্জুল হক সোহাগ, সাকিব আহমদ, মারজান আহমেদ, প্রচার সম্পাদক পদে আবু আরেফিন আনসারী (আলভী), প্রচার বিষয়ক উপ-সম্পাদক পদে সোহেল আহমেদ দপ্তর সম্পাদক পদে মো. আফরাজ আল মাহমুদ দপ্তর বিষয়ক উপ-সম্পাদক পদে মোঃ বোরহান উদ্দিন, টিউশন সম্পাদক পদে মিনহাজ মুছাব্বির টিউশন বিষয়ক উপ-সম্পাদক পদে মো. আ. সামাদ, ভর্তি পরীক্ষা সম্পাদক পদে মাইশা তাসনিম রাফা, ভর্তি পরীক্ষা বিষয়ক উপ-সম্পাদক পদে আব্দুল মুহিত ইকরাম, স্বেচ্ছাসেবক সম্পাদক পদে মোঃ ফাহিম ফরসল তুহিন, স্বেচ্ছাসেবক বিষয়ক উপ সম্পাদক পদে হুসাইন বিন ত্বোহা, বৃত্তি সম্পাদক পদে জামিল আহমেদ, পরিবহন সম্পাদক পদে মাসুম বিল্লাহ ব্লাড ব্যাংক সম্পাদক হিসেব দায়িত্ব পেয়েছেন তরিকুল ইসলাম রুমান, ছাত্রী সম্পাদক পদে জোনাকী দাশ জুঁই, ম্যাগাজিন সম্পাদক পদে তাসনিম আক্তার আলিফ নাবিলা গবেষণা সম্পাদক পদে হাবিবুর রহমান, সহ-সম্পাদক পদে গোলাম সাফিউল আলম মাহিন, মোঃ রিদওয়ানুর রহমান আলভী, মোঃ হাবিবুল্লাহ আল যাহেরি, শামছুল আরেফিন শাহান, শহীদুল ইসলাম এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মোঃ পাভেল আহমদ, মোঃ জাকারিয়া আহমদ জুনেদ, মোঃ আরিফুল ইসলাম রনি।

উল্লেখ্য, সিলেট বিভাগের শিক্ষার্থীদের এই সংগঠনটি ১৯৮১ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করে আসছে। 




এ সম্পর্কিত আরও খবর