গবিসাসের নেতৃত্বে আখলাক-পিংকি

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2024-01-15 20:20:13

দৈনিক আমার সংবাদ'র প্রতিনিধি মো. আখলাক ই রাসুলকে সভাপতি ও দৈনিক সময়ের আলোর প্রতিনিধি সানজিদা জান্নাত পিংকিকে সাধারণ সম্পাদক করে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) দশ সদস্য বিশিষ্ট একাদশ কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। 

সোমবার (১৫ জানুয়ারি) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে বিদায়ী কমিটির সভাপতি বরাতুজ্জমান স্পন্দনের সভাপতিত্বে এ আয়োজন সম্পন্ন হয়।

কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস তাসাদ্দেক আহমেদ। দশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইউনুস রিয়াজ(সময় জার্নাল), যুগ্ম সাধারণ সম্পাদক আফসানা মিজান মিমি (দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক ইভা আক্তার (বাংলাভিশন), অর্থ সম্পাদক হুমায়রা রহমান সেতু (দ্য ডেইলি ক্যাম্পাস), দপ্তর ও প্রচার সম্পাদক শোভন (দৈনিক নয়া শতাব্দী), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. জনি শিকদার (ক্যাম্পাস লাইভ) কার্যকরী সদস্য আরিফুল ইসলাম আকন্দ (ভার্সিটি ভয়েস), মোজাহিদুল ইসলাম নিরব (এজেড নিউজ বিডি)। নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন সদ্য বিদায়ী সভাপতি বরাতুজ্জমান স্পন্দন (আরটিভি অনলাইন)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ।

এ সময়ে গবিসাসের বর্তমান নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম সাংবাদিক সমিতি। ২০১৩ সালে গবিসাসের পথচলা শুরু হয়।

এ সম্পর্কিত আরও খবর