সাবেক ছাত্র উপমন্ত্রী, উচ্ছ্বসিত জাবি

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 22:49:47

পানি সম্পদ উপমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শরিয়তপুর- ২ আসনের নির্বাচিত এমপি এ কে এম এনামুল হক শামীম। এ আনন্দে ভাসছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

রোববার (৬ জানুয়ারি) উপমন্ত্রী হিসেবে এনামুল হক শামীমের নাম ঘোষণার পরপরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বর্তমান-সাবেক শিক্ষার্থী ও কর্মকর্তা ও কর্মচারীদের মধ্য ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য কর যায়।

এনামুল হক শামীম ১৯৮৮ সালে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৮৯ সালে জাকসুর ভিপি হন। পরে ১৯৯৪ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ২০১৬ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হন।

উচ্ছ্বাস প্রকাশ করে জাবি শাখা ছাত্রলীগ সভাপতি মো. জুয়েল রানা বার্তা২৪কে বলেন, ‘জাবি শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি উপমন্ত্রী হওয়ায় আমরা আনন্দিত। শামীম ভাই ছিলেন ক্যাম্পাসের সুস্থ রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত ও অনুসরণীয়।’

উল্লেখ্য, এনামুল হক শামীম ১৯৬৫ সালে শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার পাইকবাড়িতে জন্মগ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও খবর