হল প্রভোস্টের পর এবার কুবির গণমাধ্যম উপদেষ্টার পদত্যাগ

, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-02-07 11:57:06

বঙ্গবন্ধু হলের প্রভোস্টের পর এবার উপাচার্যসহ প্রশাসনের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণমাধ্যম উপদেষ্টা সহকারি অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়া।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেন, আমি বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে গণমাধ্যম উপদেষ্টা পদ ত্যাগ করছি।
চিঠিতে তিনি কারণগুলোও উল্লেখ করেছেন। এগুলো হলো-

ক) শিক্ষক নিয়োগে সীমাহীন অনিয়ম।

খ) উপাচার্যের একক কর্তৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অবৈধ অনলাইন পিএইচডি ডিগ্রির অনুমোদন।

গ) পদোন্নতির শর্ত পূরণ না করা সত্ত্বেও কতিপয় শিক্ষককে পদোন্নতি প্রদান।

ঘ) পদোন্নতির সকল শর্ত পূরণ করা সত্ত্বেও শিক্ষকদের একটি অংশকে পদোন্নতি থেকে বঞ্চিত করা।

ঙ) পদোন্নতি নীতিমালায় না থাকলেও শিক্ষকদের পদোন্নতির সময় অবৈধ শর্ত প্রদান করা এবং পছন্দ-অপছন্দ বিবেচনা করে এসব শর্ত দেওয়া।

চ) বিভিন্ন বিভাগে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী বিভাগীয় প্রদানের দায়িত্ব হস্তান্তর না করা এবং উপাচার্যের পছন্দের লোকদের আইন লংঘন করে এসব দায়িত্ব দেওয়া।

ছ) উপাচার্য কর্তৃক শিক্ষকদের ক্যাডার বাহিনী তৈরি করা এবং এই ক্যাডারদের দ্বারা শিক্ষকদের পেটানো এবং গালিগালাজ করার ঘটনা ঘটা।

জ) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অর্থ ব্যয়ে অস্বচ্ছতা এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করা।

এ সম্পর্কিত আরও খবর