অছাত্রদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ জবি উপাচার্যের

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-02-07 16:44:09

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রত্ব নেই এমন ছাত্রলীগ কর্মী ও শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস ছাড়তে বলেছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। তিনি বলেন, যে সব ছাত্রদের শিক্ষাজীবন শেষ হয়ে গেছে তাদের জরুরি কাজ ব্যতিত ক্যাম্পাসে আসার প্রয়োজন নেই।

বুধবার (৭ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের দ্বিতীয় গেইট পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ক্যাম্পাসে থাকবে আমার বর্তমান শিক্ষার্থীরা। এখানে সাবেক শিক্ষার্থীরা প্রয়োজন ছাড়া অবস্থানের দরকার নেই। ছাত্রলীগ করার জন্য অছাত্রদেরও ক্যাম্পাসে না থাকার নির্দেশ দেন তিনি।

এসময় উপাচার্য ক্যাম্পাসের দ্বিতীয় গেইট পুনঃনির্মাণের লক্ষ্যে নানা দিকনির্দেশনা দেন।

সম্প্রতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে গৃহবধূ ধর্ষণের ঘটনায় নড়েচড়ে বসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের এমন কঠোর অবস্থান; যা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সম্পর্কিত আরও খবর