নজরুল বিশ্ববিদ্যালয়ের ২৭ সাংবাদিকের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

, ক্যাম্পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2024-02-08 21:28:12

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত ২৭ জন সাংবাদিক।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল থানায় এই ডায়েরি করা হয়। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকল সাংবাদিকদের পক্ষে আহত সাংবাদিক মো. ফাহাদ বিন সাইদ এতে স্বাক্ষর করেন যার জিডি নং-৪৬০।

জিডির মাধ্যমে নিরাপত্তা চাওয়া সাংবাদিকরা হলেন ফাহাদ বিন সাইদ (আজকের পত্রিকা), আহসান হাবিব (যায়যায়দিন), সিফাত শাহরিয়ার প্রিয়ান(আরটিভি), জিহাদুজ্জামান জিসান (কালবেলা), নবাব মো শওকত জাহান কিবরিয়া (আমার সংবাদ), আসলাম বেগ (খবরের কাগজ), শাকিল বাবু (প্রতিদিনের সংবাদ), রোকন বাপ্পী (দৈনিক বাংলা), আবু ইসহাক অনিক (দৈনিক জনবাণী), আরাফাত রহমান (আজকালের খবর), মোকছেদুল মোমিন (সারাবাংলা), রাশেদুজ্জামান রনিসহ (ভোরের কাগজ) মোট ২৭ জন সাংবাদিক।

কবি নজরুল বিশ্ববিদ্যালের প্রক্টর সঞ্চয় কুমার মুখার্জি বলেন, শুনেছি বিশ্ববিদ্যালয়ের ২৭ সাংবাদিক ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি করেছে। তবে, আমাকে কেউ বিষয়টি জানায়নি। সাংবাদিকদের উপর হামলার দিনই তিন সদস্য বিশিষ্টি কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই তদন্ত প্রতিবেদন হাতে পাব। তদন্তে দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এছাড়া সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি নিয়ে আমরা অবগত আছি।

এবিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, সোমবার (৫ ফেব্রুয়ারি) ছাত্রলীগের দুই গ্রুপের একটি সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ করার সময় দুই সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালায় লোভন মুখলেস ও তানভীর তুহিন এর নেতৃত্বে একটি গ্রুপ। এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবু নাঈম আব্দুল্লার অনুসারী।

এ সম্পর্কিত আরও খবর