জবির ১৫ শিক্ষার্থী আটকের প্রতিবাদে সড়ক অবরোধ

বিবিধ, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 02:52:10

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন ব্যাচের প্রায় ১৫ জন শিক্ষার্থীকে আটক করেছে ওয়ারী থানা পুলিশ।

এর প্রতিবাদে বুধবার (৯ চানুয়ারি) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রায়সাহেব বাজার ও তাঁতী বাজার মোড়ে অবস্থান নেন। ফলে ঢাকা ও মাওয়া সড়কে যানযটের সৃষ্টি হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (৮ জানুয়ারি) রাতে পুলিশ মেসের নিচ থেকে জবির এক শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরবর্তীতে তার সহপাঠীরা তাকে ছাড়াতে গেলে তাদেরকেও আটক রেখে মারধর করা হয়, দ্বিতীয় দফায় তাদের অবস্থা জানতে থানায় যায় জবির কিছু শিক্ষার্থী, পরবর্তীতে তাদেরও আটকে রেখে মারধর করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে জবির সাধারণ শিক্ষার্থীরা রায়সাহেব বাজার মোড়ে অবস্থান নেয়, সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে আটক ছাত্রদের ছেড়ে দেওয়া হলে, আটকের সাথে জড়িত পুলিশের বিচার দাবিতে বুধবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে জবির গেটের সামনে সমবেত হন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, বিনা কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আটক করা সমীচীন নয়। পুলিশের অযথা সাধারণ শিক্ষার্থীদের আটক করে নির্যাতন করা বন্ধ করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর