জবিতে লিফলেট বিতরণকালে হিজবুত তাহরীর সদস্য আটক

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-02-22 16:55:15

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) লিফলেট বিতরণকালে নিষিদ্ধ সংগঠন হিযুবত তাহরীরের এক সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটক ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে এক শিক্ষক তাকে হাতেনাতে ধরে ফেলেন বলে বার্তা২৪.কম-কে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে লিফলেট বিতরণের সময় তাকে আটক করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে মামলা করবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিরাজ হোসেন বলেন, তার বিভাগের শিক্ষকদের কক্ষের দরজার নিচ দিয়ে লিফলেট দিচ্ছিলেন তিনজন। বিষয়টি নিয়ে জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি এক জনকে ধরে ফেলেন।

এ ব্যাপারে কোতোয়ালি থানাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই হাসান মাতুব্বর বলেন, আটক শিক্ষার্থীকে কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, আটককৃত অনিক খন্দকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী।

 

এ সম্পর্কিত আরও খবর