ছাত্রলীগের আয়োজনে 'উদ্দীপনে অঙ্গনা ২০২৪', ৫ নারী পেলেন বিশেষ সম্মাননা

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-03-08 22:40:13

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচিতে আয়োজিত হয়েছে 'উদ্দীপনে অঙ্গনা ২০২৪'।

শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী এ অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল ঢাকা ইউনিভার্সিটি প্রোগ্রেসিভ উইমেন স্টুডেন্টস ফোরাম। 

সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে টিএসসিতে 'উদ্যোক্তা মেলা' হয়। এতে প্রায় ৩০ জন নারী উদ্যোক্তা তাদের পণ্য প্রদর্শনী ও বিক্রি করেন।

বিকাল ৫টা থেকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এতে ক্রিকেটার, ফুটবলার, উদ্যোক্তা ও সাংবাদিক ক্যাটাগরিতে ৫ জন নারীকে বিশেষ সম্মাননা প্রদান, ১০ জন নারী শিক্ষার্থীকে 'লীলা নাগ স্মারক বৃত্তি' প্রদান করা হয়েছে। বিখ্যাত ৫ জন নারী (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেগম শামসুন নাহার, কবি সুফিয়া কামাল) ব্যক্তিত্বের উপর কুইজ প্রতিযোগিতা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, আলোক প্রজ্জ্বলন, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির নারী বিতার্কিকদের অংশগ্রহণে বিতর্ক, থিয়েট্রিক্যাল পরিবেশনা ও সাইবার নিরাপত্তা সচেতনতা সম্পর্কিত সেশন অনুষ্ঠিত হয়।

নারী শিল্পীদের ব্যান্ড 'এফ মাইনর', ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির নারী শিল্পীবৃন্দ এবং নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে কনসার্ট এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক কর্মসূচির সমন্বয়ে 'উদ্দীপনে অঙ্গনা ২০২৪' অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।

'উদ্দীপনে অঙ্গনা সম্মাননা-২০২৪' এ ৪টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ৫ জন নারীকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। এতে ক্রিকেটার ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ, ফটবলার ক্যাটাগরিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল টিমের খেলোয়াড় রেহানা আক্তার, সাংবাদিক ক্যাটাগরিতে দেশ টেলিভিশনের ব্রডকাস্ট জার্নালিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অতসী সেন, উদ্যোক্তা ক্যাটাগরিতে গ্ল্যাম আপ বাই ইশরাত এর স্বত্বাধিকারী, মেকাপ আর্টিস্ট ইশারাতুল শোভা এবং ক্রাফটিক এর স্বত্বাধিকারী মাহবুবা নূর এই বিশেষ সম্মাননা পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন নারী শিক্ষার্থীকে 'লীলা নাগ স্মারক বৃত্তি' প্রদান করা হয়েছে । প্রাচ্যকলা বিভাগের শিক্ষার্থী প্রভাতী দেব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসমিয়া মেহরিন, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রূপালী আক্তার শিমি, দর্শন বিভাগের শিক্ষার্থী আমেনা খাতুন, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী তন্বী ইসলাম, উর্দু বিভাগের শিক্ষার্থী রহিমা আক্তার, শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী শিউলি আক্তার শিল্পী, দর্শন বিভাগের শিক্ষার্থী আনিকা সুলতানা জীম, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সিঁথি ইষ্রা রিছিল ও মেহেরুন্নেসা মিমকে এ বৃত্তি প্রদান করা হয়।

ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী ৩ জন নারী শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন পপুলেশন সাইন্স বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী সাদিয়া আফরিন, ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী রিফাত জাহান অর্পি, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ইন্নি আক্তার।

বিখ্যাত ৫ জন নারী (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেগম শামসুন নাহার, কবি সুফিয়া কামাল) ব্যক্তিত্বের উপর কুইজ প্রতিযোগিতায় ১৫ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়। অনুষ্ঠানে সাইবার নিরাপত্তা সচেতনতা সম্পর্কিত সেশনটি পরিচালনা করেছেন ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন) আরিফুল হোসেন তুহিন।

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক, বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক, বিশিষ্ট সঙ্গীত শিল্পী মেহরিন মাহমুদ, এভারেস্ট বিজয়ী পর্বতারোহী নিশাত মজুমদার।

এ সম্পর্কিত আরও খবর