অবন্তিকার আত্মহত্যার ঘটনায় জবি শিক্ষার্থীদের ভিন্নধর্মী প্রতিবাদ

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-03-17 22:37:48

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার সুষ্ঠু বিচারের দাবিতে ভিন্নধর্মী এক প্রদর্শনীর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বরে 'নিপীড়নের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়' এর ব্যানারে আলোক প্রজ্বলন ও প্ল্যাকার্ড হাতে পারফরম্যান্স আর্ট প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা।

ভিন্নধর্মী এ প্রদর্শনীতে শিক্ষার্থীরা বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। এবিউজকারীরা আমাদের আশেপাশেই হেটে চলেছে। প্রশাসন কেন সেটা দেখছে না। কেন আমাদের সন্ধ্যার পর ক্যাম্পাসে আসতে ভয় পেতে হবে। কেন আত্মহত্যার পথ বেছে নিতে হয়। আমরা পূর্বের সকল ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।

এ সম্পর্কিত আরও খবর