শিক্ষার্থীদের 'রাজনীতি বিরোধী মতামত' হাইকোর্টে তোলার দাবি আন্দোলনকারীদের

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট বার্তা২৪.কম ঢাকা | 2024-04-01 20:55:42

জানিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক-শিক্ষার্থীদের ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের আকাঙ্ক্ষা বিচার বিভাগে তুলে ধরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তা পূরণ করার দাবি বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সোমবার (১ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এম এ রশীদ প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই কথা বলেন।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, সাধারণ শিক্ষার্থীদের ছাত্ররাজনীতি বিরোধী ক্যাম্পাসের চাওয়া বিচার বিভাগে যথাযথভাবে তুলে ধরা হোক। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি না থাকার যে দাবি, তার যৌক্তিকতা নিয়ে আমরা ঐক্যবদ্ধ এবং অটল। ছাত্ররাজনীতিবিহীন বুয়েটের পরিবেশ ছিল সর্বোচ্চ নিরাপদ ও শিক্ষাবান্ধব। মৌলবাদী শক্তিকেও আমরা ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে পারি।

শিক্ষার্থীরা বলেন, গত চার বছরে শিক্ষকদের থেকে আমরা কখনোই এমন অনুভব করিনি যে তারা রাজনীতি ফেরত চান। এই সংকটে আমরা শিক্ষকদের প্রতি আর্জি জানাচ্ছি তারা যেন আমাদের পাশে এসে দাঁড়ান।

এ সময় তারা বুয়েট ভিসিসহ আপামর শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্যাম্পাস ছাত্ররাজনীতিমুক্ত রাখার ব্যাপারে সোচ্চার হওয়ার অনুরোধ করেন।

এ সম্পর্কিত আরও খবর