চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সোহরাওয়ার্দী হলে খাবারের মান যাচাই করতে ডাইনিং পরিদর্শন করেন হলটির প্রভোস্ট ড. শিপক কৃষ্ণ দেবনাথ।
বুধবার (৩ এপ্রিল) সেহরির সময় তিনি এ পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে প্রভোস্ট হলের ডাইনিংয়ের খাবারের মান যাচাই করেন এবং হলের শিক্ষার্থীদের সার্বিক খোঁজ-খবর নেন। এছাড়াও তিনি খাবারের মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হল সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
হলটির প্রভোস্ট ড. শিপক কৃষ্ণ দেব নাথ বার্তা২৪.কমকে বলেন, হলের শিক্ষার্থীরা কি খাবার খাচ্ছে না খাচ্ছে হলের প্রভোস্ট হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে আমি আজ সেহেরিতে ডাইনিং পরিদর্শন করতে গেছিলাম। খাবারের মান মোটামুটি ভালোই ছিল তবে ভাতের চালগুলো যাতে আরেকটু ভালো মানের কেনা হয় এ ব্যাপারে নির্দেশনা দিয়ে এসেছি।